রাশেদুল আলম: কক্সবাজারঃ-
প্রাণের উচ্ছ্বাসে, মনের আনন্দে, বাহারি সব আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়ন ডেইল পাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের দিন ব্যাপী আনন্দ ভ্রমন ও (পিকনিক)।
২৭ জানুয়ারি শনিবার মহেশখালী উপজেলার মাতার বাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রে আনন্দ ভ্রমন ও পিকনিক অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমন ও পিকনিকের বিষয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর এম ইউপি জনাব এহসান উল্লাহ বলেন-২৩ সালে ডেইল পাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন করার পর প্রথম বারের মতো খুবই সুন্দর ভাবে আনন্দ ভ্রমন ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে আগামীতে আরো সুন্দর ভাবে হবে ইনশাআল্লাহ পরিশেষে অত্র সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই।
ডেইল পাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সিরাজুল মোস্তফা বলেন আমরা এই আনন্দ ভ্রমণে প্রায় ২৫ জন সদস্য নিয়ে অংশ গ্রহণ করছি আগামীতে আরো সদস্য নিয়ে আনন্দ ভ্রমণে যাবো ইনশাআল্লাহ।
আনন্দ ভ্রমণে সকল সদস্যরা সকলেই খুব আনন্দীত তারা বলেন ব্যবসার পাশাপাশি এমন আনন্দ ভ্রমণ আমাদের বেশি উৎসাহিত করে।
অত্র সমিতির সদস্য সচিব জনাব সরওয়ার কামাল
বলেন ডেইল পাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠনটি
ব্যবসায়ী বান্ধব আজকে প্রথম বারের মতো সংগঠনের পক্ষ থেকে আনন্দ ভ্রমন ও পিকিনিক এর আয়োজন করছি যারা আজকে সংগঠনের পক্ষ থেকে ভ্রমন করেছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি ।
অত্র সমিতির আনন্দ ভ্রমন ও পিকিনক কমিটির আহবায়ক রাশেদুল আলম রাশেদ বলেন, পিকনিক পরিচ্ছন্ন পরিবেশে, উপভোগ্য আয়োজনের জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। তারপরও এ আয়োজনে যতটুকু সফলতা এসেছে, সবটুকুই সফলতা আনন্দ ভ্রমন ও পিকনিকে অংশ নেওয়া সমিতির সদস্যদের। আর পিকনিকে কোন ভুলত্রুটি, সমন্বয়হীনতা থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।