বিশেষ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড এলাকা সাবেক স্বৈরাচার সরকারের কাউন্সিলর শাহ জালাল বাদল গং চাঁদাবাজী ও প্লান ছাড়া বহুতল ভবন নির্মাণের কারণে ব্যপক ঝুকি তৈরী হয়েছে। নাসিক ৩ নং ওয়ার্ড হোল্ডিং নং ৩৭৮ রোড নং ০৭ বটতলা নয়া আটি উক্ত বাড়ীটি সরেজমিনে একদিকে হেলে পড়ার দৃশ্য চোখে পড়ে। একসাথে বহুতল দুটো ভবনের মাঝে ১ ফিট জায়গা না থাকায় নানান প্রশ্নের জন্ম নেয়। ৬ তলা ভবনটির একপাশ হেলে পড়েছে এবং মনগড়া প্লানে নির্মিত ভবনে রয়েছে ভাড়াটিয়াদের বসবাস। পুর্বের মালিকগণ বিল্ডিংয়ের নানাবিধ সমস্যা ও যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ার ঝুঁকি দেখে প্রবাসী রফিকের কাছে বিক্রি দেয়। বর্তমান বাড়ীর মালিক রফিক জানান, আমাকে টোপে ফেলে আমার কাছে এই বাড়ীটি বিক্রি করে, বিল্ডিংটি ক্রয় করার পরে বর্তমানে রীতিমতো ভুক্তভোগী হয়ে পড়েছি। বিল্ডিংয়ের ভিতরের অবকাঠামো দুর্বল হওয়ায় বাড়ীর বাহিরে টু-লেট ঝুলে থাকে সবসময়।
এ দিকে পাশের জায়গার মালিকগণ নতুন বাড়ী নির্মাণ করতে ভয় পাচ্ছেন কারণ যেকোন মূহুর্তে ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।
রাজউক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলেন, বিল্ডিংটি ভুল প্লান ও মনগড়াভাবে তৈরীর ফলে আশেপাশে নানান সমস্যার তৈরীর কারণ হয়ে উঠেছে, রাজউক কর্তৃপক্ষ কোনভাবে বিল্ডিংটি টিকানো সম্ভব হলে তাই করা হউক নতুবা বিল্ডিংটি ভেঙ্গে ফেলা হউক